বিজ্ঞান ও প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞান ও প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩ জুন, ২০২৪

 আইএসডি’র ‘ক্লাস অব ২০২৪’ -এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আইএসডি’র ‘ক্লাস অব ২০২৪’ -এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

[ঢাকা, জুন ২, ২০২৪] সম্প্রতি (বৃহস্পতিবার) র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকায়
‘ক্লাস অব ২০২৪’ -এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উদযাপন করেছে আইএসডি।
এ বছর ‘ক্লাস অব ২০২৪’ -এ আইএসডি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ২০ জন
শিক্ষার্থী। অনুষ্ঠানে ভ্যালিডিক্টোরিয়ানের বক্তব্য রাখেন ডোমিনিকান রিপাবলিকের
মার্সেল কারিনা লামারচে ভ্যালেনজুয়েলা। হংকং ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটিতে (এইচকেবিইউ)
সোশ্যাল ওয়ার্কে উচ্চশিক্ষা গ্রহণ করবেন মার্সেল। এছাড়াও, গ্র্যাজুয়েট হওয়া
শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, হংকং এসএআর ও স্পেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার পেয়েছেন।

অনুষ্ঠানে আইএসডি’র ডিরেক্টর স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেধা, পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অর্জন করে নিয়েছেন। আইএসডি -তে তাদের শিক্ষা অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য অর্জনের ক্ষেত্রে এবং তাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কুল হিসেবে আমাদের সফলতা ও ক্ষমতাকে সমৃদ্ধ করেছে।

 আমরা অত্যন্ত আনন্দের সাথে ‘ক্লাস অব ২০২৪’ -এর সাফল্য উদযাপন করছি; পাশাপাশি, আমাদের
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে তাদের আমরা আইএসডি’র এক হাজারেরও বেশি শিক্ষার্থীদের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে স্বাগত জানাচ্ছি।” গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের মাইলফলক উদযাপনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষক এবং সম্মানিত অতিথিবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে মার্সেল বলেন, “আগামী কয়েক বছর এইচকেবিইউ -তে আমার শিক্ষাজীবন নিয়ে আমি রোমাঞ্চিত। আমি সোশ্যাল ওয়ার্কে আমার মেজর করার সিদ্ধান্ত নিয়েছি; কারণ, আমি সবসময় আমার আশেপাশের মানুষদের পাশে থেকে সহায়তা করতে চেয়েছি – সেটা হোক মানসিক সঙ্কটে কিংবা সামাজিক বৈষম্যের ক্ষেত্রে। সমাজের কল্যাণে যারা  কাজ করেন তারা সকলের উপকারে নিজেকে মনোনিনেবশ করেন। আমি মনে করি এটাই পরম সুন্দর। ভালো গ্রেড অর্জনে এবং আর্থিক সহায়তাসহ ভালো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অর্জনে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর এ কারণেই আমি আইএসডি’র ‘ক্লাস অব ২০২৪’ -এর ভ্যালেডিক্টোরিয়ান হতে পেরেছি।”

বুধবার, ৮ মে, ২০২৪

 বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ওয়ানপ্লাস

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ওয়ানপ্লাস

‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি

 

[ঢাকা, ০৮ মে, ২০২৪] প্রযুক্তিপ্রেমিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই বাংলাদেশের বাজারে
আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস!
বিশ্ববাজারে স্মার্টফোন নিয়ে আসার শুরু থেকেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগায় ওয়ানপ্লাস।
পুরোনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড শ্লোগান ‘নেভার সেটেল’’কে মূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে। দেশে যাত্রা শুরুর আগে ব্র্যান্ডটি শীঘ্রই এক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমি ও আগ্রহী ব্যবহারকারীদের সামনে তাদের পণ্য ও সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরবে। এই আয়োজনে অতিথিরা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টফোন মডিউল, এবং আইওটি ডিভাইস সমূহের ব্যাপারেও সরাসরি জানার সুযোগ পাবেন।


সামনে আসছে ওয়ানপ্লাসের দূর্দান্ত সব চমক, ব্র্যান্ডটির অফিসিয়াল চ্যানেল গুলোতে চোখ রাখতে পারেন
আপনিও!

মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

হঠাৎ লগআউট হচ্ছে ফেসবুক

হঠাৎ লগআউট হচ্ছে ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।

রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও একবেলা আহার বিতরণ।

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও একবেলা আহার বিতরণ।

ঢাকার আগারগাঁও রাফিজা খাতুন তন্নি, সহযোগিতায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, আগারগাঁও শাখার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান  মো: আকবর হোসেনের সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার দুপুরে শিক্ষাসামগ্রী বিতরণ ও একবেলা আহার কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন রাফিজা খাতুন তন্নি, নাইমুল ইসলাম, মো: আব্দুল জাহের রানা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ।

শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

বিএনপির ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা উচিত: মোমেন

বিএনপির ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা উচিত: মোমেন

 নির্বাচন নিয়ে ঘোষিত যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী 

ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে তাহলে বিএনপি নেতাদের ওপর এই মুহূর্তেই তা আরোপ করা উচিত। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তাদের ওপর অবশ্যই ভিসানীতি দেওয়া উচিৎ। হয়তো দিয়েছেও। কারণ, আমেরিকা নাম প্রকাশ করে না।

এর আগের বিকেল ৫টার দিকে তিন সদস্যের প্রতিনিধি দলটি নগরীর ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে আসেন। প্রতিনিধি দলে ছিলেন আইআরআই-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

বিশ্বজুড়ে ৩৩ মডেলের স্মার্টফোনে কালারওএস ১৩

বিশ্বজুড়ে ৩৩ মডেলের স্মার্টফোনে কালারওএস ১৩

[ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২২] অপোর কালারওএস ১৩ অপারেটিং সিস্টেম বিশ্বজুড়ে ৩৩ মডেলের স্মার্টফোনে পৌঁছেছে, যা অপারেটিং সিস্টেমটির জন্য বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে। চলতি বছরের ১৮ আগস্ট উন্মোচনের পর ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চার মাসে অপোর সর্বশেষ অপারেটিং সিস্টেমটি উল্লেখিত সংখ্যক মডেলের স্মার্টফোনে পৌঁছেছে, যা আগের সংস্করণ কালারওএস ১২ উন্মোচনের প্রথম চার মাসের তুলনায় ৫০ শতাংশ বেশি। অপোর বিবৃতি অনুযায়ী, ২০২৩ সালে নির্বাচিত ফ্ল্যাগশিপ মডেলগুলোর জন্য পাঁচ বছরের সিকিউরিটি প্যাচসহ চারটি প্রধান অ্যান্ড্রয়েড আপগ্রেডের বিষয়টি নিশ্চিত করতে কালারওএস এর জন্য নিজেদেরে আপডেট পলিসিও বিস্তৃত করেছে। এর মাধ্যমে অপো’র লক্ষ্য হলো ধারাবাহিকভাবে কালারওএস এর উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য দীর্ঘস্থায়ী ও আরো স্ট্যাবল ইন্টেলিজেন্ট এক্সপেরিয়েন্স (স্থিতিশীল ইন্টেলিজেন্ট অভিজ্ঞতা) প্রদান করা। কালারওএস ১৩ হলো অপো’র সর্বশেষ অ্যান্ড্রয়েড-ভিত্তিক অপারেটিং সিস্টেম। একবারে নতুন অ্যাকুয়ামরফিক ডিজাইনের সাথে সিপ্লিসিটি ও স্বাচ্ছ্যন্দ্যে ব্যবহারের জন্য ডিজাইন করা কালারওএস ১৩ -তে রয়েছে স্মার্ট এওডি, মাল্টি স্ক্রিন কানেক্ট এবং হোম স্ক্রিন ম্যানেজমেন্টের মতো উপযোগী সব ফিচার, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের ইন্টেলিজেন্ট এবং ইউজার ফ্রেন্ডলি (ব্যবহার-বান্ধব) অভিজ্ঞতা প্রদান করবে।

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে দেশের বাজারে অপো এ১৭কে

ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে দেশের বাজারে অপো এ১৭কে

ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে দেশের বাজারে অপো এ১৭কে ৭জিবি পর্যন্ত র‌্যাম সম্প্রসারণ সুবিধা, ৬৪জিবি স্টোরেজ ও আইপিx৪ পানি প্রতিরোধক প্রযুক্তি
[ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২২] গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো সেরা দামে অনবদ্য ফিচারসমৃদ্ধ ফোন উন্মোচনের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি দেশের বাজারে নিয়ে এসেছে অপো এ১৭কে। ৭জিবি পর্যন্ত র‍্যাম সম্প্রসারণ প্রযুক্তি, ৬৪জিবি মেগা স্টোরেজ, আইপিX৪ ওয়াটার রেজিস্ট্যান্স ও নজরকাড়া ফ্ল্যাট-এজ ডিজাইন সহ এ সিরিজের নতুন এই স্মার্টফোন খুব সহজেই ক্রেতাদের হৃদয় জয় করতে পারবে। অল-রাউন্ড পারফরম্যান্সের ব্যতিক্রমী এ ডিভাইসটি বাংলাদেশের যে কোনো অপো স্টোর থেকে ৮ ডিসেম্বর থেকে মাত্র ১২,৯৯০ টাকায় কেনা যাবে। অপো এ১৭কে ডিভাইসে রয়েছে চমৎকার ডিজাইন ও র‍্যাম, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। মেমোরি সম্প্রসারণ প্রযুক্তি থাকায় ব্যবহারকারীদের ডিভাইসটির পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে না; কারণ, ডিভাইসটিতে থাকা ৩জিবি র‌্যাম অতিরিক্ত ৪জিবি পর্যন্ত বাড়ানো যাবে; যা ডিভাইসটিকে একাধিক মেমোরি পরিচালনা করতে সক্ষম করবে; একইসঙ্গে ব্যবহারকারীদের ন্যূনতম ল্যাগ সহ ভারী অ্যাপগুলো স্বাচ্ছ্যন্দে ব্যবহার করতে সাহায্য করবে। এ সেগমেন্টে শুধুমাত্র অপো এ১৭কে এই ফোনে এ ধরনের প্রযুক্তি সুবিধা পাওয়া যাচ্ছে; তাই সহজেই বলা যায় এ দামের মধ্যে এ ডিভাইসটি সবচেয়ে ভালো পারফরম্যান্স নিশ্চিত করছে। পাশাপাশি, এ ডিভাইসটিতে রয়েছে ৬৪জিবি রম (স্টোরেজ)। উল্লেখ্য, এ সেগমেন্টের অন্যান্য ডিভাইসগুলোতে রয়েছে ৩২জিবি রম। অপো এ১৭কে এ সেগমেন্টের একমাত্র ডিভাইস যেখানে রয়েছে আইপিx৪ পানি প্রতিরোধক প্রযুক্তি। যারা এ১৭কে ব্যবহার করবেন তাদের স্টোরেজ, পারফরম্যান্স ও পানি প্রবেশের বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে না। এ ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাবে - ব্লু ও নেভি ব্লু। প্রিমিয়াম ফ্ল্যাট এজ ডিজাইনের কারণে এ ডিভাইসটি স্বাচ্ছ্যন্দদায়কভাবে ধরা যায়। ডিভাইসটির পুরুত্ব ৮.৩মিমি এবং এর ওজন ১৮৯ গ্রাম। এছাড়াও, ব্যতিক্রমী কোটিং প্রক্রিয়া ডিভাইসটিকে ব্যতিক্রমী করেছে। তাছাড়া, নেভি ব্লু রঙের ফ্যাব্রিক টেক্সচার, নীল রঙের রানিং ট্র্যাক ক্যামেরা ডিজাইন এবং ওয়াটার-ড্রপ স্ক্রীনের কারণে ডিভাইসটিকে সব কোণ থেকে অসাধারণ দেখায়। স্ক্র্যাচ-প্রতিরোধক ফিচার এবং নিজস্ব প্রযুক্তি একত্রিতভাবে এ১৭কে ডিভাইসকে এ সেগমেন্টের একটি অসাধারণ স্মার্টফোনে পরিণত করেছে। অপো এ১৭কে ডিভাইসে ২.৩ গিগাহার্টজ অক্টাকোর হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১২ এর অসাধারণ ফিচার সহ কালারওএস ১২.১ ব্যবহারকারীদের ডিভাইস ব্যবহারের স্বাচ্ছ্যন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া, ডিভাইসটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি কালার রিচ ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিতের সক্ষমতা। এ সেগমেন্টে শুধুমাত্র অপো এ১৭কে ফোনে চমৎকার এসব বৈশিষ্ট্যের সমন্বয় পাওয়া যাবে। আগ্রহীরা নতুন এ ডিভাইসটি ক্রয় করলে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড (আগে আসলে আগে পাবেন) ভিত্তিতে একটি এক্সক্লুসিভ সাকিব আল হাসান টি-শার্ট সহ বিনামূল্যে ইন্টারনেট ডেটা বান্ডেল অফার পাবেন। এ নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, “'ইন্সপিরেশন এহেড' ব্র্যান্ড প্রতিপাদ্যকে ধারণ করে একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যত বিনির্মাণে ব্যবহারকারীদের উদ্ভাবন এবং আকাঙ্ক্ষার শক্তি দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথে সকল বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে অপো। আমাদের অপো এ১৭কে ফোনটি এই মূলমন্ত্রে নতুন মাত্রা যোগ করতে ডিজাইন করা হয়েছে, যা অপো ফ্যান ও ব্যবহারকারীদের জীবনে ভিন্নমাত্রা সংযোজন করবে বলে আমি প্রত্যাশা করছি।”

শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

দেশব্যাপী রিয়েলমি সি৩৩ এর নতুন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে

দেশব্যাপী রিয়েলমি সি৩৩ এর নতুন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট : তানিয়া শেখঃ তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে স্টাইলিশ আউটলুক ও পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন সি৩৩। নতুন ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দেশব্যাপী পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টফোনটি। দাম মাত্র ১৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এই ফোনের নজরকাড়া ডিজাইন, উন্নত সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তির ক্যামেরা, সুবিশাল ব্যাটারি তরুণ ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। এর ফলশ্রুতিতে গত ১১ নভেম্বর দারাজ ক্যাম্পেইনের প্রথম দিন সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের রেকর্ড করেছে রিয়েলমি সি৩৩। এই ফোন অ্যাকুয়া ব্লু ও নাইট সি এই দুটি কালারে পাওয়া যাচ্ছে, সাথে আছে দু’টি ভ্যারিয়েন্ট - ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এবং ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়া, এর ফোনের আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও শক্তিশালী প্রসেসর ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। এতোসব আকর্ষণীয় ফিচারসহ এই প্রাইস সেগমেন্টে রিয়েলমি সি৩৩ বাজারের সেরা ফোন। এই ফোনের বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের ফ্যাশন স্টেটমেন্টে নতুন মাত্রা সংযোজন করেছে। ৮.৩ মিলিমিটারের স্লিম বডি ও রাইট-অ্যাঙ্গেল বেজেলসহ এই ফোন আপনার স্টাইলে নতুন মাত্রা যোগ করবে। ব্যবহারের সময় পাওয়া যাবে আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি। এই ফোনের ব্যাক কভার দেখতে ঠিক নীল সমুদ্রের মত, যার ফলে ব্যবহারকারীরা পাবেন অন্যরকম এক অনুভূতি। ইউনিবডি ব্যাক কাভার থাকার কারণে ক্যামেরা বাম্প (ক্যামেরার জন্য বর্ধিত অংশ) নিয়ে চিন্তা করতে হবে না। মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা এই ডিজাইনের অন্যতম দিক এর ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট, যার ফলে ফোনটি বিভিন্ন আঙ্গেল থেকে দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগে। প্রাণবন্ত ছবি তোলার সুবিধার জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার সাহায্যে অতিরিক্ত আলোতেও খুব সহজেই তোলা যাবে সুন্দর, পরিষ্কার, ঝকঝকে ও মনোমুগ্ধকর ছবি। এছাড়া, সুবিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাহায্যে দিনভর চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই ফোন ব্যবহার করা যাবে। ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। তাছাড়া, এই সুবিশাল ব্যাটারির সাহায্যে একবার চার্জ করলে ৩৬.৭ ঘণ্টা ফোনে কথা বলা যাবে, ৮৪.৭ ঘণ্টা গান ও ১৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও উপভোগ করা যাবে। মাত্র ৫ শতাংশ চার্জ দিয়ে ৪৩.৬ ঘণ্টা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া যাবে। এছাড়া, রিয়েলমি কিছুদিন আগে বাজারে নিয়ে আসে সি৩০। এই ফোনে গ্রাহকদের জন্য রিয়েলমি ব্যাম্বো গ্রীন কালারের নতুন একটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। দেশব্যাপী রিয়েলমি’র যেকোনো আউটলেট থেকে নতুন কালার ভ্যারিয়েন্টের রিয়েলমি সি৩০ কেনা যাবে।
৫০ কোটি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে কাজ করবে হুয়াওয়ে

৫০ কোটি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে কাজ করবে হুয়াওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট : তানিয়া শেখঃ
[ঢাকা, ০১ ডিসেম্বর, ২০২২] ২০২৫ সালের মধ্যে ৫০ কোটি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে নিজের উন্নত প্রযুক্তির মাধ্যমে অপারেটরদের সহায়তা করার ওপর গুরুত্বারোপ করেছে হুয়াওয়ে। সম্প্রতি অনুষ্ঠিত হুয়াওয়ের সিএসডি ফোরাম ২০২২ -এ আলোচনায় এই বিষয়টি উঠে আসে। হুয়াওয়ে আয়োজিত এই অনুষ্ঠানে একাধিক দেশের মন্ত্রী, নিয়ন্ত্রক সংস্থা ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই ফোরামে হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া মূল বক্তব্য উপস্থাপন করেন। এ সময় হুয়াওয়ে ওয়্যারলেস সল্যুশনের প্রেসিডেন্ট কাও মিং হুয়াওয়ের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্যদের সাথে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। ৫০ কোটি মানুষ যেন ডিজিটাল আর্থিক পরিষেবা উপভোগ করতে পারেন এবং পাঁচ লক্ষ মানুষ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গ্রহণ করতে পারেন এজন্য ২০২৫ সালের মধ্যে উন্নত আইসিটি অবকাঠামো তৈরির অন্যতম লক্ষ্য অর্জনে হুয়াওয়ে বিভিন্ন অংশীজনদের সাথে কাজ করছে। লিয়াং হুয়া তার মূল বক্তব্যে এ বিষয়ে আলোচনা করেন। ডিজিটাল আর্থিক সেবা সাফল্যের ক্ষেত্রে উদাহরণ হিসেবে, বাংলাদেশে একটি মোবাইল ই-ওয়ালেট পরিষেবা চালু করার ক্ষেত্রে বিকাশ এবং হুয়াওয়ের অংশীদারিত্ব এবং কীভাবে এই পরিষেবাটি বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি সক্ষম করে তুলবে সে বিষয়টি লিয়াং উপস্থিত সবার সামনে তুলে ধরেন। আলোচনায় লিয়াং বলেন, “মোবাইল ইন্টারনেট যুগ থেকে আমরা ইন্টেলিজেন্ট যুগে ধীরে-ধীরে প্রবেশ করছি। এই যুগে সবকিছু পরস্পরের সাথে সংযুক্ত থাকবে এবং সহজ যোগাযোগের জন্য কানেক্টিভিটি ইতিবাচক ভূমিকা রাখবে। কানেক্টিভিটি শুধুমাত্র ডিজিটাল অর্থনীতির ভিত্তি নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার।” অনুষ্ঠানে তিনি বলেন, “এ বিষয়গুলোকে বাস্তবে পরিণত করার জন্য আমরা দু’টি ক্ষেত্রে এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনদের সাথে নিবিড়ভাবে কাজ করছি। প্রথমত, আমরা ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধিতে কাজ করছি এবং ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে ডিজিটাল পরিসরের উপযোগী দক্ষ প্রতিভা বিকাশে কাজ করছি। দ্বিতীয়ত, শক্তিশালী ডিজিটাল এবং বাস্তব অর্থনীতির জন্য ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে আমরা একসঙ্গে কাজ করছি।” এ লক্ষ্যে, হুয়াওয়ে ২০টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশে (চীন এবং ভারত ব্যাতীত) প্রায় এক দশমিক এক বিলিয়ন মানুষ এবং ২৯৩ মিলিয়ন বাড়িতে কানেক্টিভিটি সেবা প্রদান করেছে। হুয়াওয়ে নিরাপত্তার ক্ষেত্রে সুদৃঢ় ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে। ২০২১ সালে হুয়াওয়ে এ অঞ্চলে তিন লক্ষ এরও বেশি বেস স্টেশন রক্ষণাবেক্ষণে করেছে, যা ফোরজি নেটওয়ার্ক কভারেজ জনসংখ্যার ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে ত্বরাণ্বিত করেছে। ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোডের হার এখন এ অঞ্চলে প্রতি সেকেন্ডে ১১০ মেগাবিট, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে ইনফো সরকার প্রকল্পের তৃতীয় ধাপের অবকাঠামো নেটওয়ার্ক নির্মাণের দায়িত্বে রয়েছে হুয়াওয়ে। বর্ষাকালে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও, হুয়াওয়ের ডেলিভারি কর্মীরা সাবট্রপিক্যাল ফরেস্ট, জলাভূমি, জলাবন সহ সরকারি প্রকল্পের অবকাঠামো নেটওয়ার্ককে ২,৬০০ গ্রামীণ জনপদে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। যা দেশের মোট ৬০ শতাংশ এলাকায় ছড়িয়ে গেছে। এটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অনেক বাংলাদেশিকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে। ২০২২ সালের শেষ দিকে হুয়াওয়ে বাংলাদেশের জাতীয় ডিজিটাল সংযোগ প্রকল্পেও অংশগ্রহণ করবে, যেখানে সরকার, শিক্ষা ও আইসিটি অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

আসছে উড়ন্ত গাড়ি

আসছে উড়ন্ত গাড়ি

বিজ্ঞান-প্রযুক্তি: স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম

 উদ্ভাবক এবং উদ্যোক্তাগণ প্রায়ই চেষ্টা করে যাচ্ছেন কিভাবে গাড়ি নিয়ে আকাশে ওড়ার স্বপ্ন বাস্তব করা যায়। কিন্তু বার বার তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন বোধহয় স্বপ্ন সত্যি হতে চলেছে।

বর্তমানে প্রায় ডজন খানেক কোম্পানি নিরন্তর চেষ্টা করে যাচ্ছে কিভাবে প্রথম এমন কোনো উড়োযান তৈরি করা যায়, যা ঘনবসতি পূর্ণ এলাকায়ও স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবে। এই দৌড়ে বেশ বড় কয়েকটি কোম্পানিও রয়েছে।

কিছু গাড়ি যেগুলোর ওপরে এখনো কাজ চলছে সেগুলোর মূলত ডানা আছে, যা রাস্তায় চলাচলের সময় ডানা ফোল্ড করে রাখে এবং ওড়ার সময় ডানা মেলে দেয়, এগুলোকে ঠিক গাড়ি বলা চলে না। এগুলো হেলিকপ্টার এর মতো উলম্ব ভাবেই ল্যান্ড করতে পারে কিন্তু তাদের একটি বড় প্রপ্রেলার এর জায়গায় বেশ কয়েকটি ছোট প্রপ্রেলার যুক্ত। প্রতিটা প্রপ্রেলার আবার ব্যাটারি চালিত ইঞ্জিনের সাহায্যে চলে।

এখনো এটা নিশ্চিত নয় যে, আদৌ এই স্বপ্ন সত্যি হবে কিনা কিন্তু উদ্যোক্তাগণ এই এয়ার ট্যাক্সিতে বিপুল সম্ভাবনাময় বাজার দেখতে পারছেন। এই যান তৈরিতে সবচেয়ে বড় সমস্যা হল কিভাবে সংঘর্ষ এড়িয়ে এই যানবাহন রাস্তায় চালানো যায় সেটা নিয়ে। তাছাড়া এটি যেহেতু ব্যাটারিতে চলবে তাই ব্যাটারি ব্যাকআপ এরও একটা বিষয় আছে। কিন্তু উদ্যোক্তাগণ এতো সহজে হার মানতে নারাজ।

এয়ারবাস কোম্পানি এই ফ্লায়িং ট্যাক্সি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। তাদের এই প্রোজেক্ট এর লিডার জ্যাক লাভারিং জানান, মাত্র ১০ বছরের মধ্যেই এটা বাজারে আসবে এবং শহরের লাখো মানুষের জীবনযাত্রা পাল্টে দেবে এই ফ্লায়িং ট্যাক্সি।

কিন্তু একটা বিষয় এখনো পরিষ্কার নয় যে, এই যানবাহনের দাম কেমন হতে পারে। কিছু তৈরি করা হচ্ছে ব্যক্তিগত ব্যাবহারের জন্য আর কিছু তৈরি করা হচ্ছে বাণিজ্যিক কাজে ব্যাবহারের জন্য। ডিজাইনারগণ ধারণা করছেন, যদি এর চাহিদা প্রচুর থাকে তবে প্রচুর উৎপাদনের মাধ্যমে এর ব্যয় কমিয়ে আনা সম্ভব।

চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ড্রোন এর উত্তরাত্তর উন্নয়ন করে চলেছেন। যার ধারাবাহিকতায় মানুষ বহনে সক্ষম এমন ড্রোন ও তারা বানিয়ে ফেলেছে। অন্য একটি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান জবি অ্যাভিয়েশন এর এস২ তাদের সান্তাক্রুজ নামের একটি উড়োযান তৈরি করেছেন।

বর্তমানে যে ব্যাটারি বাজারে আছে তা দিয়ে সর্বোচ্চ ১৫-২০ মিনিট আকাশে ওড়া যাবে কিন্তু তা দিয়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া সম্ভব নয়। এর আরো একটি বড় সমস্যা হল এটার টেক অফ এর সময় প্রচুর শব্দ হতে পারে যা জনবহুল এলাকার জন্য ক্ষতিকর, তবে এটার উন্নয়নেও কাজ করে যাচ্ছে গবেষকগণ।

আকাশে উড়ন্ত গাড়ি তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টা আভাস দিচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে আকাশ পথে চলাচল করবে গাড়ি। এবং সত্যিই যদি তা ঘটে, তাহলে হয়তো নতুন করে এয়ার ট্রাফিক সিস্টেমকে সাজাতে হবে।

তথ্যসূত্র: দ্য সান

রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

৬ জিবি র‌্যামের ফোন আনছে স্যামসাং

৬ জিবি র‌্যামের ফোন আনছে স্যামসাং

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, স্বদেশসময়
দক্ষিণ কোরিয়ান শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ৬ জিবির র‌্যামের একটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই ফোনটির মডেল ‘গ্র্যালক্সি সি৯ প্রো’। এটি বাজারে আসলে এটিই হবে স্যামসাংয়ের ৬ জিবির র‌্যামের প্রথম ফোন।
ফোনটিতে সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবি। আগামী নভেম্বর এই ফোনটি চীনের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে স্যামসাং। চীনের বাইরে ফোনটি পাওয়া যাবে কিনা সে ব্যাপারে এখনো কিছু জানায়নি স্যামসাং।
স্যামসাং দাবি করছে এই ফোনটির নকশা খুবই সুন্দর । এটি হবে ব্যবহার বান্ধব। ফলে ফোনটি বেশ সাড়া ফেলবে।
স্যামসাং এক বিবৃতিতে জানায়, আমরা এমন সময় গ্যালাক্সি সি৯  বাজারে ছাড়ছি যখন গ্যালাক্সি নোট ৭ নিয়ে আমরা দারুন বিব্রত। তবে এ ক্ষতি পুষিয়ে ওঠার জন্য এটি বাজারে ছাড়া হচ্ছে। খুব বেশি আলোড়ন করবে ‘গ্র্যালক্সি সি৯ প্রো’। এটি চারটি রঙে পাওয়া যাবে।
মেটাল বডির এই ফোনটিতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৬৪ জিবি।
এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এই ক্যামারার অ্যাপারচার ১.৯। রয়েছে অটোফোকাস। ডুয়েল টোন এলইডি ফ্লাশতো থাকছেই। কম আলোতে এই ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরাও ১৬ মেগাপিক্সেলের।
ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। রয়েছে ডুয়েল সিম। ফোরজি সমর্থন যোগ্য ফোনটিতে কানেক্টেভিটি জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি রয়েছে। চীনের গ্রাহকরা এটি প্রি অর্ডার করতে পারবে।
চীনের বাজারে স্যামসাংয়ের নতুন ফোনটি বিক্রি হবে ৩১৯৯ ইয়েনে।

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

আইরিশ স্ক্যানার প্রযুক্তির স্মার্টফোন আনল স্যামসাং

আইরিশ স্ক্যানার প্রযুক্তির স্মার্টফোন আনল স্যামসাং

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:


আইরিশ স্ক্যানার প্রযুক্তির স্মার্টফোন আনল স্যামসাংবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে কয়েকমাস ধরেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বেশ কয়েকবার তথ্য ফাঁসের কারণে আলোচনায় ছিল ফ্ল্যাগশিপ এ ডিভাইস।

কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্যালাক্সি নোট ৭ ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করল স্যামসাং। ২ আগস্ট মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে এক অনুষ্ঠানে ডিভাইসটি প্রদর্শন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনটিতে রয়েছে আইরিশ স্ক্যানার সুবিধা। ফলে ডিভাইসটি আরো বেশি নিরাপদ। এ ফিচার ব্যবহার করে চোখের ইশারায় এটি লক ও আনলক করা যাবে। এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতোই দ্রুত ফোন আনলক করতে পারে। এছাড়া আরো বেশি আধুনিক এস-পেন ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
 

স্মার্টফোনটিতে  রয়েছে ডুয়েল কার্ভ সুবিধাযুক্ত সুপার অ্যামলয়েড ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে কর্নিংয়ের গরিলা গ্লাস ৫। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ (রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৭.০ নোগাটে আপডেট সুবিধা)। উচ্চ পারফরম্যান্স প্রদানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা কোর ৮২০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি, ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট।

স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ এবং ৫ ফুট পানির নিচেও ৩০ মিনিট পর্যন্ত স্মার্টফোনটি ব্যবহার করা যাবে।

ছবি তোলার ক্ষেত্রে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনটিতে রয়েছে সবচেয়ে সেরা মানের ক্যামেরা। এর রিয়ার ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসম্পন্ন ১২ মেগাপিক্সেলের এবং এ ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেল ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের।
 

অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ইউএসবি টাইপ-সি কানেকটিভিটি, দ্রুত চার্জ সুবিধা, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনটির দাম এখনো ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। প্রি-অর্ডার গ্রাহকরা ১৯ আগস্ট থেকে হাতে পাবেন ডিভাইসটি। বাংলাদেশের বাজারেও স্যামসাংয়ের নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি শিগগির আসবে বলে ধারণা করা হচ্ছে।